পার্লামেন্টে ক্ষমতায় আসা হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ান ইরানের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সংস্কারপন্থী পেজেশকিয়ান শনিবারের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী, কট্টরপন্থী সাঈদ জালিলিকে হারিয়ে জয়লাভ করেছেন। তিনি পশ্চিমের সঙ্গে আরও নিবিড় আলোচনা করার এবং দেশের কঠোর হিজাব আইন শিথিল করার প্রতিজ্ঞা করেছেন।
তেহরানে শত শত ইরানি তাদের নবনির্বাচিত প্রেসিডেন্টকে উল্লাস, স্লোগান এবং প্রার্থনার সাথে উদযাপন করতে জড়ো হয়।
পেজেশকিয়ান তার প্রচারণার সময় ইরানের শিয়া ধর্মতন্ত্রের কোনো মৌলিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেননি, এবং দীর্ঘকাল ধরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রের সকল বিষয়ে চূড়ান্ত সালিস হিসেবে অধিষ্ঠিত করে এসেছেন।
কর্তৃপক্ষের দ্বারা প্রকাশিত একটি ভোটের পরিসংখ্যান জালিলির পাওয়া ১৩.৫ মিলিয়ন ভোটের বিপরীতে ১৬.৩ মিলিয়ন ভোট পাওয়া পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করেছে।
পেজেশকিয়ান প্রথমে উপ-স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন, এবং পরে সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।