অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের সন্দেহভাজন আততায়ী সম্পর্কে নতুন তথ্য উঠে আসছে


২০২০ সালের হাই স্কুল ইয়ারবুকের ছবিতে টমাস ম্যাথু ক্রুকস। (রয়টার্স/অ্যারন জোসেফিচ)
২০২০ সালের হাই স্কুল ইয়ারবুকের ছবিতে টমাস ম্যাথু ক্রুকস। (রয়টার্স/অ্যারন জোসেফিচ)

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আততায়ী হিসেবে চিহ্নিত ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকসের এহেন কর্মকাণ্ডের পিছনে কী উদ্দেশ্য ও অভিপ্রায় ছিল তার খণ্ডচিত্রগুলি জোড়া দেবার চেষ্টা করছে ফেডারেল তদন্তকারীরা। অথচ উত্তরের চেয়ে প্রশ্নই মিলছে বেশি।

এফবিআই কর্মকর্তারা রবিবার সতর্ক করেছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তারা বলেছেন, এ পর্যন্ত তারা যে সব তথ্য উদ্ধার করতে পেরেছেন তা থেকে কোনও যুক্তি খাড়া করতে পারছেন না যে কেন ট্রাম্পের প্রচারসভা-সংলগ্ন ছাদ থেকে তাকে লক্ষ্য করে ক্রুকস গুলি ছোঁড়ার সিদ্ধান্ত নিল।

এফবিআইয়ের ডেপুটি অধিকর্তা পল অ্যাবেট সংবাদদাতাদের বলেন, “আমাদের কাছে তার সাম্প্রতিক যোগাযোগের সীমিত কিছু তথ্য-প্রমাণ রয়েছে। তার মেসেজ ও ফোন কলের বিস্তারিত তথ্য থেকে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তার এই কাজে জড়িত থাকার উদ্দেশ্য বা এতে আর কেউ যুক্ত রয়েছে কিনা।”

অন্যান্য কর্মকর্তারা বলছেন, ক্রুকস সম্ভবত একাই এই কাজ করেছে। তারা আরও বলেছেন, তার মোবাইল ফোনের পাসওয়ার্ড এখনও বের করতে পারেননি তারা, তাই ফোনে মজুত তথ্য এখনও তাদের নাগালের বাইরে। সামাজিক মাধ্যমে তারা কার্যকলাপ থেকেও তেমন কোনও মতাদর্শের ইঙ্গিত মিলছে না।

গেম-পিপাসুদের মধ্যে জনপ্রিয় সামাজিক মাধ্যম ‘ডিসকর্ড’ রবিবার বলেছে, তারা এমন একটি অ্যাকাউন্ট আবিষ্কার করেছে যার সঙ্গে ক্রুকসের “সম্ভবত যোগ রয়েছে।”

ডিসকর্ডের এক মুখপাত্র ভিওএ-কে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, “এই অ্যাকাউন্টটি প্রায় ব্যবহারই করা হত না এবং মাসের পর মাস সেটি ব্যবহার করা হয়নি। আমরা প্রমাণ পাইনি যে, এই ঘটনার পরিকল্পনা, সহিংসতার প্রচার বা তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনার জন্য এই মাধ্যমকে ব্যবহার করা হয়েছে।”

ইতোমধ্যে, ক্রুকসকে যারা চিনতেন তাদের কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন।

জ্যাসন কোহলার রবিবার সংবাদদাতাদের বলেন, পেনসিলভেনিয়ার বেথেল পার্কে হাইস্কুলে তিনি ক্রুকসের সহপাঠী ছিলেন। স্কুলে ক্রুকস নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছেন তিনি।

কোহলার রবিবার সংবাদদাতাদের আরও বলেন, “সে শিশুদের মতো সব সময় একা একা থাকত। তাকে সব সময় ব্যঙ্গ-বিদ্রুপ করা হত। তাকে মাত্রাতিরিক্ত ‘বুলি’ করা হত।”

যে বিবরণ ক্রুকস সম্পর্ক উঠে আসতে শুরু করেছে তা বৃহৎ ছবির খণ্ডাংশ মাত্র। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মীরা তাকে গুলি করে হত্যা করেছে। উল্লেখ্য, পেনসিলভেনিয়ায় বাটলারের কাছে শনিবার প্রচারসভা চলাকালে একটি বাড়ির ছাদে উঠে ট্রাম্পকে লক্ষ্য করে পাঁচ-ছ’টি গুলি ছুঁড়েছিল সে।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা রবিবার বলেছেন, ক্রুকসের গাড়ি ও বাড়িতে তারা সাধারণ বোমার সন্ধান পেয়েছেন এবং গুলি চালনার সময় সে যে ‘এআর’ ধরনের রাইফেলটি ব্যবহার করেছিল সেটি তার বাবার কেনা।

এদিকে, পেন্টাগন রবিবার বলেছে, তারা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে ক্রুকসের কোনও সংযোগ ছিল না।

XS
SM
MD
LG