রিপাবলিকান কনভেনশনে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কানে ব্যান্ডেজ পরা অবস্থায় দেখা গেছে।
শনিবার পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হলে ট্রাম্পের ডান কানে গুলি লাগে। ঘটনায় একজন সমর্থক নিহত এবং দুইজন আহত হয়।
এই ঘটনায় সিক্রেট সার্ভিসের ট্রাম্পকে দেওয়া নিরাপত্তার মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে।
কনভনশনে মনোনয়ন পাওয়ার পর প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প টানা তৃতীয় বার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের নেতৃত্ব দেবেন। তিনি ২০১৬ সালে জয়লাভ করেন কিন্তু ২০২০ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে পরাজিত হন। নভেম্বরে ট্রাম্প আবার বাইডেনের মুখোমুখি হবেন।