অ্যাকসেসিবিলিটি লিংক

কোটা আন্দোলনঃ মোবাইল ফোনের ফোর-জি সেবা চালু, বন্ধ থাকছে সামাজিক মাধ্যম

০১:৪৩ ২৫.৭.২০২৪

ভিডিওঃ চার দফা দাবীতে মঙ্গলবার ৪৮ ঘণ্টার নতুন আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

চার দফা দাবী নিয়ে মঙ্গলবার (২৩ জুলাই) ৪৮ ঘণ্টার নতুন আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।

চার দফা দাবী হলো...

- ইন্টারনেট সচল করা

- কারফিউ তুলে নেয়া

- নিরাপত্তা নিশ্চিত করা

- ক্যাম্পাস ও হল খুলে দেয়া ও সেখান থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেয়া

সম্মেলনে তারা আরও বলেন, "চার দফা পূরণ হলেই কেবল তাদের মুল আট দফা দাবী নিয়ে আলোচনার পথ তৈরি হবে, কিন্তু সরকার চার দফা না মানলে আট দফা দাবী নিয়ে কথা বলার সুযোগ নেই।"

০৩:৩২ ২৫.৭.২০২৪

ডেনমার্কে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ

ডেনমার্কে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বাসদ) বুধবার (২৪ জুলাই) ডেনমার্কের কোপেনহেগেনের ক্ল্যাম্পেনবার্গে বাংলাদেশী দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

০৩:৩৪ ২৫.৭.২০২৪

ভিডিওঃ সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার আহবান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশে সকল পক্ষকে – সরকার, বিক্ষোভকারী এবং সাধারণ নাগরিকদের - সহিংসতা এড়িয়ে চলার আহবান জানিয়েছেন।

মিলার বুধবার পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাবেশ সমর্থন করে, কিন্তু সেই অধিকারকে অজুহাত হিসেবে ব্যবহার করে সহিংসতার পথে যাওয়ার নিন্দা করে।

তিনি বলেন, “যারা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চা করছেন আমরা তাদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করি। এবং আমরা বিক্ষোভকারীদের তরফ থেকে সহিংসতারও নিন্দা করি।”

০৪:০৫ ২৫.৭.২০২৪

আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ মিলেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ পাওয়া গেছে।

আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার বুধবার (২৪ জুলাই) ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন তাদেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে। রিফাত রশীদ একটি নিরাপদ স্থানে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছেন।

রিফাত ফেসবুক পোস্টে লিখেছেন, "আমি বেচে আছি, আমি মরি নাই। আমি গুম হতে হতে অল্পের জন্যই বেচে গিয়েছিলাম। আমাকে সিনিয়ররা বলেছিলো একটা সেইফ জোনে যাও আপাতত, রাতে আমরা কানেক্টেড হয়ে আবারও আগামীকালের আন্দোলন কিভাবে কি হবে তা নিয়ে কথা বলবো। তারপর আর কোনোভাবেই কারো সাথে কানেক্ট করতে পারি নি।"

গত ১৯ জুলাই রাত ১১ টায় হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

বুধবার (২৪ জুলাই) নিজের ফেসবুকে পেইজে এক পোস্টে এই তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ পোস্টে বলেন, "আমি আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। গত ১৯ জুলাই রাত ১১ টায় আমাকে হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়ার জন্য চাপ দেয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়।"

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, "আজ ২৪ জুলাই সকাল ১১ টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো।"

মঙ্গলবার (২৩ জুলাই) বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যান্য সমন্বয়করা সাংবাদিকদের জানান ১৮ জুলাই থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশীদে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বাবা উপস্থিত ছিলেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG