১৯ জুলাই শুক্রবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটা মিছিল চলাকালে পুলিশের নিক্ষেপ করা কাঁদানে গ্যাসের ক্যানিস্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন পেরিয়ে অগ্রসর হয়েছে এক বিক্ষোভকারী। উল্লেখ্য, বিশালাকার জলাধার নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভেরই অংশ এই মিছিল।
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে সেচের জন্য তৈরি জলাধারের কয়েক হাজার বিরোধী ১৬ জুলাই থেকে জড়ো হচ্ছে এবং ১৯ জুলাই তাদের বিক্ষোভ প্রদর্শনের কথা ।
জলাধার নির্মাণ প্রতিরোধের লক্ষ্যে এই বিক্ষোভ। কর্তৃপক্ষ সহিংস হয়ে উঠতে পারে, এমন ভয় তাদের ছিল।
চাষের এলাকা ও কৃষি স্থাপনাকে “রক্ষা” করতে ৩ হাজারের বেশি সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।