ঢাকার রামপুরা, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরাসহ যে এলাকাগুলোতে আগের দুদিন তীব্র সংঘর্ষ হয়েছে সেই এলাকাগুলোতে রবিবার বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার ঢাকা ও ঢাকার বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
দেশে এখনও কারফিউ জারি আছে এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রবিবার দুই ঘণ্টা বিরতি দিয়ে আবার বিকাল ৫টা থেকে কারফিউ কার্যকর করা হয়েছে এবং তা চলবে অনির্দিষ্ট কাল পর্যন্ত।
লাইভ ব্লগ: https://www.voabangla.com/a/7703226.html