ভারতীয় ও জার্মান বিমান বাহিনীর কর্মীদের দেখা যাচ্ছে। মঙ্গলবার (৬ আগস্ট) দক্ষিণ তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরে দুই দেশের যৌথ বিমান মহড়া ‘তরঙ শক্তি’ অনুষ্ঠিত হয়।
সাত দিনব্যাপী এই বহুপাক্ষিক মহড়ায় ফ্রান্স, জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশ তাদের সমর দক্ষতা এবং আন্তঃকার্যক্ষমতা প্রদর্শনের জন্য অংশ নিচ্ছে।
ভারতে প্রথমবারের মতো মহড়া চালানোর সময় জার্মান বিমান বাহিনীর প্রধান ইনগো গেরহার্টজ বলেন, এতোগুলো ইউরোপীয় দেশের সাথে অংশগ্রহণ অসাধারণ। (রয়টার্স)