৭ আগস্ট বুধবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে পার্ক ফায়ার থামানোর চেষ্টা করার সময় দমকলকর্মীরা গাছপালা পোড়াতে ড্রিপ টর্চ ব্যবহার করে।
বেশ কয়েকদিন স্তিমিত থাকার পর সোমবার আবার দাবানল শুরু হয়।
ভয়াবহ দাবানলে এরই মধ্যে প্রায় ৬৪৭ বর্গমাইল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় ৭০০ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। (এপি)