এই ফটো গ্যালারিতে রাজধানী ঢাকার শহীদ মিনারের সামনে কোটাবিরোধী আন্দোলনে হতাহতদের আত্মীয়-স্বজনদের দেখা যাচ্ছে। ১৪ আগস্ট, ২০২৪।
যারা কয়েক সপ্তাহব্যাপী সহিংসতার শিকার হয়েছিলেন, তাদের বিচারের দাবিতে পরিবারগুলো এই বিক্ষোভে যোগ দেন।
জুলাই মাসের এক তারিখে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দুই সপ্তাহের মধ্যে ব্যাপক গণবিক্ষোভে পরিণত হয়। পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৩০০ জন নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
শেখ হাসিনা ৫ অগাস্ট ছাত্রদের নেতৃত্বে এক গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান, এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে ৯ অগাস্ট বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।
বুধবার (১৪ অগাস্ট) সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “ ছাত্র আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় সাবেক সরকার প্রধানসহ যারাই জড়িত থাকেন, তাদের ছাড় দিব না। বিচার আওতায় আনা হবে।”