১৬ আগস্ট, শুক্রবার থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পায়টংটার্ন সিনাওয়াত্রা ব্যাংককে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন। উল্লেখ্য, সিনাওয়াত্রার ডাকনাম “উং ইং”। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিলিয়নেয়ার থাকসিন সিনাওয়াত্রার কন্যা।
থাইল্যান্ডের আইনপ্রণেতারা ৩৭ বছর বয়সী এই নারীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছেন। তারা প্রভাবশালী হলেও বিভাজনকারী এই বংশের তৃতীয় সদস্যকে দেশের শীর্ষ পদে উন্নীত করেছেন। (এএফপি)