অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ষণের প্রতিবাদে ডাক্তারদের ধর্মঘট ভারতীয় হাসপাতালগুলোকে অচল করে তুলছে

১৭ আগস্ট, শনিবার, ভারত জুড়ে হাসপাতাল এবং ক্লিনিকগুলি জরুরীসেবার প্রয়োজন নেই এমন সব রোগীদের ফিরিয়ে দিয়েছে। কলকাতায় একজন ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসকরা ২৪ ঘন্টার শাটডাউন শুরু করেছে৷

এক মিলিয়নেরও বেশি ডাক্তার ধর্মঘটে যোগ দেবেন বলে আশা করা হয়েছিল। এই ধর্মঘট বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে চিকিৎসা পরিষেবাগুলিকে পঙ্গু করে দেবে।

সরকার, মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর শনিবার জারি করা এক বিবৃতিতে জনস্বার্থে চিকিৎসকদের দায়িত্বে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

৩১ বছর বয়সী একজন শিক্ষানবিশ ডাক্তারকে গত সপ্তাহে কলকাতার মেডিক্যাল কলেজের ভিতরে যেখানে তিনি কাজ করতেন সেখানে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনা ডাক্তারদের মধ্যে দেশব্যাপী প্রতিবাদের সূত্রপাত করে।(রয়টার্স)


XS
SM
MD
LG