৪ সেপ্টেম্বর, বুধবার, তুরস্কে আনুষ্ঠানিক সফরের শুরুতে মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়েপ এরদোয়ান সাক্ষাত করেছেন। এমনটি তুর্কি সরকার কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে।
এক দশকের বৈরী সম্পর্কের পর, দুই নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে যখন এরদোয়ান কায়রো সফর করেছিলেন, তখন তারা সম্পর্কের একটি "নতুন অধ্যায়ের " সূচনা করেছেন।
২০১৩ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সিসি তুরস্কের মিত্র এবং মুসলিম ব্রাদারহুড আন্দোলনের অংশ ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর আঙ্কারা ও কায়রো সম্পর্ক ভেঙে পড়ে। (এএফপি)