৪ সেপ্টেম্বর, বুধবার, ফিলিপাইনের রিজাল প্রদেশের রাস্তাগুলি প্লাবিত হয়েছে। বাসিন্দারা তাদের বাড়িগুলিকে ঢেকে রাখা কাদার পুরু স্তরগুলি বেলচা দিয়ে সরিয়ে ফেলতে হিমসিম খাচ্ছিল।
২ সেপ্টেম্বর, সোমবার, স্থানীয়ভাবে এনতেং নামে পরিচিত ইয়াগি ঝড়, রাজধানী ম্যানিলার দক্ষিণে অরোরা প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর ক্যাসিগুরানে আঘাত হানে।
ঝড় ইয়াগির কারণে ফিলিপাইনে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং খারাপ আবহাওয়ার আশংকায় বুধবার ম্যানিলাসহ নিকটবর্তী প্রদেশগুলিতে স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে। (রয়টার্স)