অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকায় রুশ নৌবাহিনীর জাহাজ নোঙর করায় বিতর্ক


রাশিয়ার বল্টিক ফ্লিট প্রশিক্ষণ জাহাজ স্মলনিকে ভেনিজুয়েলার লা গুয়াইরা রাজ্যের লা গুয়াইরা বন্দরের একটি ডকে নোঙর করতে দেখা যায়। ৬ আগস্ট, ২০২৪। ফাইল ছবি।
রাশিয়ার বল্টিক ফ্লিট প্রশিক্ষণ জাহাজ স্মলনিকে ভেনিজুয়েলার লা গুয়াইরা রাজ্যের লা গুয়াইরা বন্দরের একটি ডকে নোঙর করতে দেখা যায়। ৬ আগস্ট, ২০২৪। ফাইল ছবি।

সম্প্রতি রাশিয়ার একটি জাহাজকে কেপটাউন বন্দরে বেশ কয়েকদিনের জন্য নোঙর করার অনুমতি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ইউক্রেনীয় এসোসিয়েশন। সমালোচকরা বলছেন, এই ঘটনা রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে প্রিটোরিয়ার কথিত নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

দক্ষিণ আফ্রিকার ইউক্রেনীয় এসোসিয়েশন জানায়, আগস্টের শেষের দিকে কেপটাউন বন্দরে রুশ নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ স্মলনি নোঙর করেছে জানতে পেরে তারা হতাশ।

জাহাজটি দক্ষিণ আফ্রিকায় নোঙর করার সময় ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জিভনকা কাচুর।

কাচুর বলেন, “এদিকে রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ জাহাজ কেপটাউনে নোঙর করে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করছে বলে খবর পাওয়া গেছে”।

কেপটাউনে রুশ কনস্যুলেট জেনারেল ৩০ আগস্ট তাদের “এক্স” একাউন্টে বলেছে, জাহাজের কমান্ড দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর কমান্ডের সাথে বৈঠক করেছে এবং “দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে” একটি অভ্যর্থনার আয়োজন করেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-ও জাহাজটির ‘অনানুষ্ঠানিক’ ভাবে নোঙর করার খবর দিয়েছে। এতে বলা হয়, জাহাজটি কিউবা ও ভেনিজুয়েলায় যাত্রা বিরতিসহ দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, যাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৩০০ ক্যাডেট সামুদ্রিক অনুশীলন পরিচালনা করতে পারে।

XS
SM
MD
LG