অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েতনামে টাইফুন ইয়াগি আঘাত হানার পরের চিত্র

দক্ষিণ চীন এবং ফিলিপাইনের পর সুপার টাইফুন ইয়াগি প্রবল বেগে ভিয়েতনামে আঘাত হানে এবং সেখানে ভূমিধস সৃষ্টি করে।

অসংখ্য ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত এবং অনেক নৌক ডুবে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত নয়জন মারা গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, তুয়ান চাউ দ্বীপের হাই আউ বোটের ডকে কমপক্ষে ২৩টি নৌকা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ডুবে গেছে।

অসংখ্য ভবনের ছাদ উড়ে গেছে এবং প্রচুর মোটরবাইক ধ্বংসস্তূপ ও কাঁচের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে।


XS
SM
MD
LG