অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় বাঁধ ভেঙে যাওয়ায় বাসিন্দারা ব্যাপক বন্যার মধ্যে কষ্টে চলাফেরা করছেন

১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, নাইজেরিয়ার মাইদুগুরি শহরের বাসিন্দারা গভীর বন্যার পানির মধ্যেই চলাচলের চেষ্টা করছেন।

বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৪,০০,০০০ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।

মাইদুগুরি, এক দশকেরও বেশি সময় ধরে চলা জিহাদি বিদ্রোহের কেন্দ্রস্থল এবং উত্তর-পূর্বাঞ্চলে মানবিক সঙ্কট মোকাবিলার কেন্দ্র হিসাবে কাজ করে।

সপ্তাহান্তে মাইদুগুরি থেকে ২০ কিলোমিটার দক্ষিণে গাড্ডা নদীর আলাউ বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই সংকট দেখা দেয়।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ)-এর মতে, ২৩,০০০-এরও বেশি পরিবার এবং ১,৫০,০০০-এরও বেশি মানুষ পরবর্তী সময়ে বন্যার পানির দ্রুত বেড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। (এএফপি)


XS
SM
MD
LG