অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইসরায়েলের অঙ্গীকার, ইরানের পাল্টা হুমকি

০০:২৯ ২.১০.২০২৪

ইসরায়েল বলছে, ইরানি ক্ষেপণাস্ত্র আক্রমণের বিপদ 'কেটে গেছে'

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় তেল আভিভ আর জেরুজালেমের মাঝামাঝি ইসরায়েলি শহর শরেশ-এর কাছে এক সড়কের পাশে লোকজন আশ্রয় নেয়।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় তেল আভিভ আর জেরুজালেমের মাঝামাঝি ইসরায়েলি শহর শরেশ-এর কাছে এক সড়কের পাশে লোকজন আশ্রয় নেয়।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইরানের নিক্ষেপ করা প্রায় ২০০ ক্ষেপণাস্ত্রর বড় অংশ তারা ভুপাতিত করেছে।

আক্রমণ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর সামরিক বাহিনী ঘোষণা করে যে বিপদ কেটে গেছে এবং মানুষজনকে “সারা দেশে নিরাপদ জায়গা থেকে বের হয়ে আসার অনুমতি দেয়ার” সিধান্ত নেয়া হয়েছে।

ইরান মঙ্গলবার ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের হত্যার জবাবে ইসরায়েল লক্ষ্য করে এক রাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে গোটা ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

০০:৫২ ২.১০.২০২৪

ইসরায়েলের জাফায় আততায়ীর গুলিতে ৬জন নিহত

Israeli police and border police take cover during sirens, after Iran fired a salvo of ballistic missiles at Israel, and near the site of a fatal shooting attack in Jaffa
ইসরায়েলের জাফা শহরে গুলিবর্ষণের ঘটনাস্থলের কাছে পুলিশ এবং সাধারণ মানুষকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয় নিতে দেখা যায়।

ইসরায়েলে পুলিশ বলছে মঙ্গলবার সন্ধ্যায় তেল আভিভে এক বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন দুজন বন্দুকধারী তেল আভিভের শহরতলী জাফায় গুলি বর্ষণ করে। পুলিশ বলে, সন্দেহভাজন দুজনকে হত্যা করা হয়েছে।

জাফার হামলার কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে তেল আভিভ সহ সারা দেশে মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

০১:০৫ ২.১০.২০২৪

যুক্তরাষ্ট্র ইরানের হামলাকে ‘পরাজিত এবং অকার্যকর’ হিসেবে বর্ণনা করেছে

National Security Advisor Jake Sullivan speaks about the situation in Israel during the daily press briefing in the Brady Press Briefing Room of the White House in Washington, DC, on October 1, 2024. (Photo by SAUL LOEB / AFP)
প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান।

হোয়াইট হাউস মঙ্গলবার ইসরায়েলের উপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে “পরাজিত এবং অকার্যকর” হিসেবে বর্ণনা করেছে।

“আমরা এই পর্যায়ে যা জানি, তার উপর ভিত্তি করে মনে হচ্ছে এই আক্রমণকে পরাজিত এবং অকার্যকর করা হয়েছে,” প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান সাংবাদিকদের বলেন।

০১:২৪ ২.১০.২০২৪

'বিশ্বের উচিত ইরানি হামলার নিন্দা করা', বললেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করে বলেছেন সারা বিশ্বের এই হামলার নিন্দা করা উচিত।

“প্রাথমিক খবরে বোঝা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র দেশের সক্রিয় সহায়তায় ইসরায়েল এই আক্রমণ কার্যত পরাজিত করেছে,” ব্লিংকেন সাংবাদিকদের বলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পৃথক সংবাদ সম্মেলনে জানায়, আমেরিকান বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার লক্ষ্যে অন্তত এক ডজন ইন্টারসেপ্টার রকেট ব্যবহার করে।

আরও লোড করুন

XS
SM
MD
LG