অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলী সেনাবাহিনী বলছে, ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশ জুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। বাসিন্দাদের বলা হয়েছে আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য।

ইসরায়েলিদের মোবাইল ফোন এবং জাতীয় টেলিভিশনে এই নির্দেশ পাঠানো হয়।

ইরান বলেছে তারা ইসরায়েল লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তেল আভিভ এবং জেরুজালেমের কাছে জানালা-কাঁপানো প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তবে বিস্ফোরণের আওয়াজ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আওয়াজ, নাকি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার আওয়াজ, নাকি দুটোই, তা তাৎক্ষনিকভাবে পরিষ্কার ছিল না।

https://www.voabangla.com/a/7806378.html


XS
SM
MD
LG