অ্যাকসেসিবিলিটি লিংক

পুনরুদ্ধার করা সেন্ট পিটার্স ‘এর মূল অংশ উন্মোচন করতে প্রস্তুত ভ্যাটিকান

সেন্ট পিটার্স ব্যাসিলিকার মাঝখানে বিশাল আকৃতির ব্রোঞ্জ এবং কাঠের চাঁদোয়া পুনরুদ্ধারের জন্য ১০ মাসের একটি প্রকল্প এখন সমাপ্তির কাছাকাছি। ভ্যাটিকান ৮ অক্টোবর মঙ্গলবার জানায়, এই মাসের শেষের দিকে কাজটি জনসাধারণের জন্য উন্মোচন করা হবে।

মূল বেদীর উপরে উঁচু ভাস্কর্যটির কাজ ফেব্রুয়ারি থেকে করা হচ্ছে। বিশেষজ্ঞরা প্রখ্যাত বারোক ভাস্কর এবং স্থপতি জিয়ান লরেঞ্জো বার্নিনির নেতৃত্বে ১৭ শতাব্দীতে নির্মিত কাজটির বড় একটি সংস্কার সাধন করেন।

ভ্যাটিকান ২০২৫ সালে ক্যাথলিকদের পবিত্র বছর শুরুর আগে কাজগুলো শেষ করতে চায়। এটি বড়দিনের প্রাক্কালে শুরু হবে এবং রোমে লাখ লাখ পর্যটককে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। (রয়টার্স)


XS
SM
MD
LG