হারিকেন মিল্টন এবং হেলেনে বিধ্বস্ত এলাকাগুলির সফরের সময় ফ্লোরিডার সেন্ট পিট বিচে ফেডারেল, রাজ্য এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে ব্রিফিংয়ের পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জনতার সঙ্গে কথা বলছেন৷ ৷ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪।
পিনেলাস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ডিরেক্টর ক্যাথি পারকিন্স এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসক ডিন ক্রিসওয়েলকেও দেখা যাচ্ছে।