অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকায় উপকূলে ভেসে এলো হাম্পব্যাক তিমির মৃতদেহ

১৫ অক্টোবর মঙ্গলবার কেপটাউনের উপকূলরেখা বরাবর একটি বাচ্চা তিমির মৃতদেহ ভেসে এসেছে।

তিমিটির মৃত্যুর কারণ জানা না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, তিমির তীরে ভেসে আসা অস্বাভাবিক।

হাম্পব্যাক তিমিগুলোকে প্রায়শই জুন থেকে ডিসেম্বরের মধ্যে কেপ উপকূলে দেখা যায়। তারা তাদের বাচ্চাদের লালন-পালনের জন্য ওই মরসুমে সেখানে স্থানান্তরিত হয়। (রয়টার্স)


XS
SM
MD
LG