যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল হোয়াইট হাউসে ট্রিক-অর-ট্রিটারদের জন্য একটি হ্যালোইন ইভেন্টের আয়োজন করেন। বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪।
হোয়াইট হাউসে ঐ ইভেন্টে ছাত্রছাত্রী এবং সেনা-সদস্যদের সন্তানসহ প্রায় ৮,০০০ জনকে আমন্ত্রণ জানানো হয়।
হোয়াইট হাউসের সাউথ লনটি একটি বড় কমলা রঙের চাঁদ এবং "হ্যালো-রিড অ্যাট দ্য হোয়াইট হাউস" লেখা সাইন দিয়ে সাজানো হয়েছিল। জিল বাইডেন একটি বিশাল পান্ডা সদৃশ পোশাক পরে অংশ নেন।
উইলো নামক একটি পোষা বিড়ালের কার্ডবোর্ড প্রতিকৃতি এবং বইয়ের স্তূপ ছিল সাজসজ্জার অংশ। সেইসঙ্গে বড় বড় কুমড়ো দরজার দুই পাশে রাখা ছিল।
গত জুলাইয়ে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান, এবং আসছে জানুয়ারিতে তার কাজের মেয়াদ শেষ হবে।