অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় বন্যা

মালয়েশিয়া এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রত্যাশার চেয়েও প্রবলতর মৌসুমি বৃষ্টিপাতের কারণে মারাত্মক বন্যার ফলে তিনজন নিহত এবং ৯০,০০০ এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তান এবং প্রতিবেশী তেরেঙ্গানু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছেন, এই বছরের বন্যা ২০১৪ সালের চেয়েও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে, তখন ২,৫০, ০০০ এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলো এবং ২১ জন নিহত হয়েছিলো। হামিদিকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে সরকারি সংস্থাগুলো প্রস্তুত ছিল। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার বলেছেন, বন্যা পরিস্থিতির কারণে মন্ত্রিসভার সব মন্ত্রীদের ছুটিতে যেতে নিষেধ করা হয়েছে।

(এপি)


XS
SM
MD
LG