অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র 'ফেরত দেবে না', জানালেন সালিভান


ইউক্রেনে প্রাক্তন সোভিয়েত সামরিক বাহিনী ঘাঁটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য প্রস্তুত করছে সৈন্যরা। ফাইল ফটোঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭।
ইউক্রেনে প্রাক্তন সোভিয়েত সামরিক বাহিনী ঘাঁটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য প্রস্তুত করছে সৈন্যরা। ফাইল ফটোঃ ২৪ ডিসেম্বর, ১৯৯৭।

প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ইউক্রেন যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল, সেগুলো তাদের ফেরত দেয়ার কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে না। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান রবিবার (১ ডিসেম্বর) এ’কথা জানিয়েছেন।

গত মাসে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা কিছু অজ্ঞাতনামা পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর মেয়াদ শেষ হবার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারেন। এ’ব্যাপারে প্রশ্ন করা হলে সালিভান তার জবাব দেন।

“না, এটা আমাদের বিবেচনায় নেই। আমরা যেটা করছি তা হল, ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। কিন্তু তাদেরকে পারমাণবিক সক্ষমতা দেয়া নয়,” তিনি এবিসি টেলিভিশন নেটওয়ার্ককে বলেন।

গত সপ্তাহে রাশিয়া এই ধারণাকে “স্রেফ পাগলামি” বলে আখ্যায়িত করে বলে, এ’ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য মস্কো ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে।

সোভিয়েত ইউনিয়ন ১৯৯১ সালে ভেঙ্গে পড়ার পর ইউক্রেন উত্তরাধিকার সূত্রে পারমাণবিক অস্ত্রগুলো পায়। কিন্তু তারা ১৯৯৪ সালে সম্পাদিত বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে অস্ত্রগুলো ছেড়ে দেয়, এবং তার বিনিময়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়।

XS
SM
MD
LG