যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শেষবারের মতো হোয়াইট হাউসে ক্রিসমাস ট্রি প্রজ্জ্বলন করলেন। বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর।
বাইডেন বলেছেন, দেশের জন্য এখন এবং সব সময় তার প্রার্থনা হল, “আমরা স্বাধীনতা ও প্রেম, দয়া ও করুণা, মর্যাদা ও শালীনতার আলো সন্ধান করতে থাকব।”
৩০ ফুটের লাল স্প্রুস ট্রি ভার্জিনিয়ার গ্রেসন কাউন্টির মাউন্ট রজার্স ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়া থেকে আনা হয়েছে। ১৫ নভেম্বর এটিকে হোয়াইট হাউসে স্থানান্তরিত করা হয়েছে। (এপি)