অ্যাকসেসিবিলিটি লিংক

ডেনমার্কের কাছ থেকে এফ-১৬ প্রাপ্তি নিশ্চিত করল ইউক্রেন, জেলেন্সকির ফরাসি সহায়তা দাবি


ছবিতে জাপোরিঝিয়ায় বিমান হামলার পর একটি ভবন জ্বলতে দেখা যাচ্ছে। রুশ হামলায় এখানে ১০ জন নিহত হয়। ২০২৪ সালের ৬ ডিসেম্বর, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস কর্তৃক প্রকাশিত।
ছবিতে জাপোরিঝিয়ায় বিমান হামলার পর একটি ভবন জ্বলতে দেখা যাচ্ছে। রুশ হামলায় এখানে ১০ জন নিহত হয়। ২০২৪ সালের ৬ ডিসেম্বর, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস কর্তৃক প্রকাশিত।

ডেনমার্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার শীর্ষ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের জন্য প্যারিস সফর করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানের দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করেছে ডেনমার্ক।

টেলিগ্রামে এক বার্তায় জেলেনস্কি ডেনমার্কের প্রশংসা করেন এবং অন্যান্য মিত্রদের কাছ থেকে এরকম সহায়তার অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, "ডেনিশদের সরবরাহ করা বিমানগুলির প্রথম ব্যাচটি ইতিমধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলিকে গুলি করে নামিয়ে আনছে। এটি আমাদের জনগণ এবং আমাদের অবকাঠামোগুলোকে উদ্ধার করতে সহায়তা করছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়েছে। যদি সব অংশীদার এমন দৃঢ়প্রতিজ্ঞ হতো, তাহলে আমরা রুশ সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে পারতাম।”

শুক্রবার রুশ হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে নিহত হয় ১০ জন। তাদের স্মরণে একদিনের শোক পালনের সময় এই ঘোষণা এলো। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, স্থানীয় একটি সার্ভিস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই শিশুসহ আরও ২৪ জন আহত হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ, একই দিনে ইউক্রেনের ক্রিভি রিহ শহরে বিমান হামলায় আরও তিনজন নিহত হবার খবর জানিয়েছে।

হামলার পরে জেলেন্সকি বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন “সত্যিকার অর্থে শান্তি” চান না। তিনি কেবল বোমা, ক্ষেপণাস্ত্র, সহিংসতা দিয়ে যে কোন দেশের কাছে তার ক্ষমতা দেখাতে চান। একমাত্র শক্তির জোরেই আমরা এর মোকাবিলা করতে পারি। আর শক্তির মাধ্যমেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।”

২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নটর ডেম ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয়। এর সংস্কার উদযাপন উপলক্ষে প্যারিসে এক অনুষ্ঠানে শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে জেলেন্সকির।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় নেতারা রাশিয়ার গত তিন বছরের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে সমর্থন বজায় রাখতে তার সাথে আলোচনায় আগ্রহী। অবশ্য ট্রাম্প জেলেন্সকির সঙ্গে কোন বৈঠক করবেন কিনা তা জানা যায়নি।

XS
SM
MD
LG