অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় পরিষদের ৫০ বছর পূর্তি, স্মারক অনুষ্ঠানে যৌথ ছবি তুলতে সমবেত হয়েছেন ইইউয়ের নেতারা


ইউরোপীয় পরিষদের ৫০ বছর পূর্তি, স্মারক অনুষ্ঠানে যৌথ ছবি তুলতে সমবেত হয়েছেন ইইউয়ের নেতারা
please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

ইউরোপীয় পরিষদের জন্মের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্রাসেলসে সম্মিলিত ছবি তুলতে সমবেত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর।

১৯৭৪ সালে প্যারিসে তৎকালীন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির অন্তর্ভুক্ত দেশ বা সরকারের প্রধানেরা সম্মত হন যে, তারা ‘’ইউরোপীয় পরিষদ’ হিসেবে নিয়মিত সাক্ষাৎ ও বৈঠক করবেন।

তারপর থেকে, বিক্ষিপ্ত আলোচনার মঞ্চ থেকে ইউরোপীয় পরিষদ ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

এই শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউরোপের সঙ্গে মৈত্রী স্থাপনের জন্য ডনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়াকে রুখে দিয়ে তার দেশকে রক্ষা করা যায়। নেটো নিয়ে সংশয়ী যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধে সাহায্য দেওয়া বন্ধ করে কিয়েভকে একটা বড় ধাক্কা দিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। (রয়টার্স)

XS
SM
MD
LG