২৪ ডিসেম্বর, মঙ্গলবার বসনিয়ার হাজার হাজার মানুষ ভারী তুষারপাত এবং বাতাসের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ভারী তুষারপাত এবং বাতাসের ফলে প্রতিবেশী দেশ ক্রোয়েশিয়া এবং সার্বিয়াতেও যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
তুষারপাতের কারণে বসনিয়ার কিছু অংশে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বসনিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি দেশটির কিছু এলাকায় পরিস্থিতি ‘ অত্যন্ত কঠিন’ বলে বর্ণনা করেছে।
ভারী তুষারপাতের কারণে বিদ্যুৎ বিতরণ লাইন নিচে নেমে এসেছে। তুষার প্রবাহের কারণে সেখানে পৌঁছানো কঠিন বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে। (এপি)