অ্যাকসেসিবিলিটি লিংক

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, ফায়ার সার্ভিসের ১ কর্মীর মৃত্যু


ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। ২৬ ডিসেম্বর, ২০২৪।
ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। ২৬ ডিসেম্বর, ২০২৪।

রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সবগুলো বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। প্রায় ৬ ঘণ্টা পর ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আগুন লাগার খবর পেয়েছি রাত ১টা ৫২ মিনিটে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, ৭ নম্বর ভবনের পূর্বপ্রান্তে ৮ ও ৯ তলার মধ্যবর্তী স্থান থেকে সামান্য ধোঁয়া উড়ছে। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন মারা গেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

মৃত ফায়ার সার্ভিস কর্মী নয়ন রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।

বুধবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাকের ধাক্কায় সোহানুর জামান নয়ন গুরুতর আহত হন। পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এর চালককে আটক করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। এসময় সামনে গিয়ে ব্যারিকেড দেয় তারা। তখন চালক ট্রাক থামায়। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করে শিক্ষার্থীরা। এসময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা কি না তা তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৬ ডিসেম্বর, ২০২৪।
ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ২৬ ডিসেম্বর, ২০২৪।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। মন্ত্রিপরিষদ সচিবকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করার জন্য।”

এই আগুন কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতা কি না- জানতে চাইলে তিনি বলেন, “এটা তদন্তের আগে আমি তো বলতে পারব না। তদন্তের পরে আপনাদের জানাব।”

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এফএসসিডি) মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ জাহেদ কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ কামাল বলেন, আজ বেলা পৌনে ১১টা নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, আগুন নেভানোর জন্য ১০টি অগ্নিনির্বাপক ইউনিট মোতায়েন করা হয়েছিল এবং ২টি বড় অগ্নিনির্বাপক গাড়িকে ঘটনাস্থলে পৌঁছাতে সচিবালয়ের একটি গেট ভাঙা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এফএসসিডি) মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ জাহেদ কামাল।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (এফএসসিডি) মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ জাহেদ কামাল।

আগুনে ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব ফ্লোরে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে।

এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রয়েছে।

ঘটনাস্থল থেকে ইউএনবির জ্যেষ্ঠ সংবাদদাতা জানিয়েছেন, মেঝেগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সচিবালয়ের অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চেয়েছেন মির্জা ফখরুল

এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিবৃতিতে তিনি বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও ২–৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। পাশাপাশি নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়া আহ্বান জানান তিনি।

XS
SM
MD
LG