স্পেনের ইবি শহরে ময়দা ও ডিমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আনন্দ উদযাপনকারীরা ছদ্ম সামরিক অভ্যুত্থান প্রদর্শন করছেন। শনিবার, ২৮ ডিসেম্বর।
সামরিক উর্দি ও দীর্ঘ কাপড় পরিহিত স্থানীয়রা গ্রামের চারধারে মজার যুদ্ধে মেতে উঠেছেন।
কাতারোজার মতো ভয়াবহভাবে বন্যা-পীড়িত এলাকার বাসিন্দাদেরও এই উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
দুই শতকের বেশি সময় ধরে ‘হোলি ইনোসেন্টস’ দিবস পালন করতে প্রতি বছর ২৮ ডিসেম্বরে এই যুদ্ধ-খেলার আয়োজন করা হয়।
ছদ্ম সরকারি বাহিনীর মেয়রের দফতরের দখল নেওয়া ও অদ্ভুত আইন প্রতিষ্ঠার অভিনয় দিয়ে দিনটি শুরু হয়; যাতে ছদ্ম বিরোধিতা তৈরি হয় এবং তারপর খাদ্য সামগ্রী নিয়ে একপ্রস্থ লড়াই চলে। (রয়টার্স)