এই ফটো গ্যালারিতে দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা কাজ করছেন। রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪।
যাত্রীবাহী বিমানটি রানওয়েতে আছড়ে পড়ার পর বিমানের সামনের দিকের ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করায় তা একটি কংক্রিটের দেয়ালে গিয়ে ধাক্কা খায় যার ফলে বিমানটিতে আগুন ধরে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৭৯ জন নিহত হয়েছে এবং এটি দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।
জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা জানিয়েছে, উদ্ধারকর্মীরা ১৮১ জন যাত্রী নিয়ে থাকা জেজু এয়ার বিমান থেকে জীবিতদের উদ্ধারের জন্য দ্রুত কাজ শুরু করেন। মুয়ান শহরের বিমানবন্দরটি রাজধানী সিউল থেকে প্রায় ২৯০ কিলোমিটার (বা ১৮০ মাইল) দক্ষিণে অবস্থিত।
আগুন নিয়ন্ত্রণে আনতে ৩২টি ফায়ার ট্রাক এবং বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করেছে অগ্নি নির্বাপন সংস্থাটি। এছাড়াও ১,৫৬০ জন দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা, সেনা সদস্য এবং অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।