অ্যাকসেসিবিলিটি লিংক

ডিসি তুষার দিবসে জাতীয় চিড়িয়াখানায় সদ্য আগত পান্ডাদের ফুর্তি


ডিসি তুষার দিবসে জাতীয় চিড়িয়াখানায় সদ্য আগত পান্ডাদের ফুর্তি
please wait

No media source currently available

0:00 0:00:32 0:00

স্মিথসোনিয়ান জাতীয় চিড়িয়াখানা ৬ জানুয়ারি, সোমবার জায়ান্ট পান্ডা বাও লি এবং কিং বাওয়ের তুষারের মধ্যে আনন্দ উপভোগ করার ভিডিও পোস্ট করেছে। ওয়াশিংটন ডিসিতে শীতকালীন তূষার ঝড়ে আবৃত।

আগামী ২৪ জানুয়ারি শুক্রবার এই পান্ডা জুটি প্রথম জনসমক্ষে আসবে

দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উষ্ণ করার লক্ষ্যে গত বছর যুক্তরাষ্ট্র ও চীনের সরকারি কর্মকর্তাদের ঘোষিত চুক্তির অংশ হিসেবে চীন এই পান্ডাগুলি পাঠিয়েছিল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ চীন থেকে ধার হিসেবে আসা আরো তিনটি বিশাল পান্ডা, দুটি প্রাপ্তবয়স্ক এবং তাদের একটি শাবককে ফিরিয়ে দেয়। (রয়টার্স)

XS
SM
MD
LG