অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের অভিষেক ভবনের ভেতরে হওয়ায় বেশিরভাগ অতিথি সরাসরি অনুষ্ঠান দেখতে পাবেন না


ওয়াশিংটনে প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান প্রতিকূল আবহাওয়ার কারণে ভবনের ভিতরে স্থানান্তরিত হওয়ার পরে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আয়োজনের কাজ চলছে। ফটোঃ ১৮ জানুয়ারী, ২০২৫।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান প্রতিকূল আবহাওয়ার কারণে ভবনের ভিতরে স্থানান্তরিত হওয়ার পরে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আয়োজনের কাজ চলছে। ফটোঃ ১৮ জানুয়ারী, ২০২৫।

তীব্র শীতল তাপমাত্রার পূর্বাভাসের কারণে প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ভবনের ভিতরে স্থানান্তরিত করার মানে হলো, বেশিরভাগ টিকিটপ্রাপ্ত অতিথি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

যৌথ উদ্বোধন কমিটি বলে, “যাদের কাছে প্রেসিডেন্সিয়াল প্ল্যাটফর্মের টিকিট আছে এবং কংগ্রেসের সদস্যরা সরাসরি উপস্থিত হতে পারবেন৷ কিন্তু বেশিরভাগ টিকিটপ্রাপ্ত অতিথি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।”

“আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, যারা এই অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে উপস্থিত রয়েছেন, তারা শপথগ্রহণ অনুষ্ঠানটি দেখার জন্য তাদের পছন্দের অন্য কোনো অভ্যন্তরীণ স্থানে আয়োজিত ইনডোর অনুষ্ঠানে যোগদান করুন,” কমিটি বলে।

অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে তাপমাত্রা সর্বনিম্ন ১১ ডিগ্রি ফারেনহাইট (-১১ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বোচ্চ ২৩ ডিগ্রি ফারেনহাইট (-৫ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাসের কারণে আরও বেশি ঠান্ডা অনুভব হতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই তীব্র শীতল তাপমাত্রার কারণে ট্রাম্পের অভিষেক ৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতল সময়ে হচ্ছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল নামে সামাজিক মাধ্যম প্লাটফর্মে বলেন, “আমি কোনোভাবেই মানুষকে ব্যথিত বা আহত দেখতে চাই না।”

১৯৮৫ সালে প্রেসিডেন্ট রনাল্ড রেগানের দ্বিতীয় অভিষেকের শপথ গ্রহণ অনুষ্ঠানটিই সর্বশেষ, যা ভবনের ভিতরে স্থানান্তর করা হয়েছিল।

A spporter of US President-elect Donald Trump waits outside for a MAGA victory rally at Capital One Arena in Washington, DC, on January 19, 2025, one day ahead of Trump's inauguration. (Photo by ANGELA WEISS / AFP)
ওয়াশিংটনে ডনাল্ড ট্রাম্প-এর সমর্থকদের সমাগম চলছে। ফটোঃ ১৯ জানুয়ারি, ২০২৫।

টিকিটধারী ২,২২,০০০ জনেরও বেশি অতিথি, যাদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের প্রাঙ্গণ থেকে অনুষ্ঠান দেখার কথা ছিল, তাদের মধ্যে অনেকেই সরাসরি ট্রাম্পের শপথ নেওয়া দেখতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে বলে, সোমবার ক্যাপিটল ভবনের পশ্চিম ফ্রন্টের বাইরের অঞ্চলগুলি বন্ধ থাকবে।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কার্যালয়ের একটি ইমেলে, হাউস সার্জেন্ট অ্যাট আর্মস কংগ্রেসনাল কার্যালয়গুলোকে অনুরোধ করেন যে, তাদের টিকিটপ্রাপ্ত নাগরিকদের জানাতে যে এই টিকিটগুলো এখন "স্মারক" হিসেবে বিবেচিত হবে, কারণ তাদের বেশিরভাগই ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মুহূর্তটি সরাসরি দেখতে পারবেন না।

টিকিট ছাড়া আরও ২,৫০,০০০ জন অতিথি ন্যাশনাল মল এলাকাজুড়ে দাঁড়িয়ে বহিরঙ্গন অনুষ্ঠান দেখবেন বলে ধারণা করা হয়েছিল। ট্রাম্পের উদ্বোধনী কমিটির জন্য ন্যাশনাল পার্ক সার্ভিসের জারি করা একটি পারমিট থেকে এই তথ্য পাওয়া গেছে।

ট্রাম্প বলেন, সমর্থকরা ক্যাপিটাল ওয়ান অ্যারেনার ভিতরে বড়পর্দায় অনুষ্ঠানটি দেখতে পারবেন। ক্যাপিটাল ওয়ান অ্যারেনা ওয়াশিংটনের কেন্দ্রস্থলে একটি পেশাদার ক্রীড়া এবং কনসার্টের স্থান, যা ২০,০০০ জন লোক ধারণ করতে পারে।

রবিবার বিকালে ক্যাপিটাল ওয়ান অ্যারেনা ট্রাম্পের বিজয় সমাবেশের স্থানও হবে। আমেরিকান ব্যান্ড দ্য ভিলেজ পিপলসহ আরও অনেকে অনুষ্ঠানে পারফর্ম করবেন।

ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অভ্যন্তরীণভাবে আয়োজন করার অর্থ হল আগের উদ্বোধনী অনুষ্ঠানের সাথে জনসমাগমের আকার তুলনা করা সম্ভব হবে না।

ডনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে অভিষেক অনুষ্ঠানের দু'দিন আগে ওয়াশিংটনে বিক্ষোভ। ফটোঃ ১৮ জানুয়ারি, ২০২৫।
ডনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে অভিষেক অনুষ্ঠানের দু'দিন আগে ওয়াশিংটনে বিক্ষোভ। ফটোঃ ১৮ জানুয়ারি, ২০২৫।

রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে তার প্রথম শপথগ্রহণের পর, ট্রাম্প মিডিয়া রিপোর্টে হতাশা প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে জাতীয় মলে তার শপথগ্রহণ অনুষ্ঠান দেখতে আসা জনসমাগম ২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শপথগ্রহণের তুলনায় কম ছিল ।

ট্রাম্পের অভিষেকের মাত্র কয়েকটি দিন আগে, শনিবার বিভিন্ন নাগরিক অধিকার, জাতিগত ন্যায়বিচার এবং প্রজনন স্বাস্থ্য সংস্থা ওয়াশিংটনের কেন্দ্রস্থলে "পিপলস মার্চ" নামে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে।

হাজার কয়েক হাজার মানুষ ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। নব-নির্বাচিত প্রেসিডেন্টের উপর সীমিতভাবে মনোযোগ দেওয়ার পরিবর্তে, বিক্ষোভটি নারীদের এবং তাদের প্রজনন অধিকার, এলজিবিটিকিউ অধিকার, অভিবাসন, জলবায়ু এবং গণতন্ত্র সহ বিস্তৃত লক্ষ্যগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করছে, আয়োজকরা বলেন।

বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে হোয়াইট হাউস অতিক্রম করে লিংকন মেমোরিয়াল এবং ন্যাশনাল মলের দিকে কড়া নিরাপত্তা এবং হালকা বৃষ্টির মধ্যে দিয়ে এগিয়ে যায়। কিছু প্রতিবাদকারী গোলাপী টুপি পরেন, যা ট্রাম্পের প্রথম অভিষেকের পরে ২০১৭ সালের একটি বৃহত্তর বিক্ষোভের কথা মনে করিয়ে দেয়।

পিপলস মার্চ হলো উইমেনস মার্চের নতুন রূপ, যেখানে ২০১৭ সালে ট্রাম্প প্রথমবারের মতো শপথ নেওয়ার পরের দিন ১০ লক্ষেরও বেশি মানুষ ওয়াশিংটনের রাস্তায় নেমে এসেছিলেন, বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী।

আরেকটি প্রতিবাদ শপথগ্রহণ দিবসে অনুষ্ঠিত হওয়ার কথা, তবে এটি কীভাবে তীব্র শীতল তাপমাত্রার দ্বারা প্রভাবিত হবে কিনা তা স্পষ্ট নয়।

এই রিপোর্টের কিছু তথ্য রয়টার্স এবং দ্য অ্যাসোসিয়েটেড প্রেস থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG