অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে মিষ্টি বিনিময় হয়


ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে মিষ্টি বিনিময় হয়
please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে জলপাইগুড়ি জেলায় বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে মিষ্টি বিনিময় অনুষ্ঠান করা হয়। রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫।

মিষ্টি বিনিময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে একটি দীর্ঘকালীন ঐতিহ্য। এই দুই বাহিনী দুই দেশের সীমান্ত রক্ষার কাজ করে।

দু'দেশের মধ্যে দীর্ঘকালীন সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে, গত বছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়ায় এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

XS
SM
MD
LG