যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির চায়না টাউনে মধ্যরাতের লুনার নিউ ইয়ার অনুষ্ঠানে সিংহের পোশাক পরে নৃত্যশিল্পীরা পারফর্ম করছেন। বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫।
চীনা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চীনা রাশিচক্রের বারোটা প্রাণীর মধ্যে একটার মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়। এই বছরটি সাপ বর্ষ হিসেবে চিহ্নিত।
নিউ ইয়র্কসহ বিশ্বজুড়ে চীনা সম্প্রদায়ের মধ্যে পালন করা হয় এই উৎসবটি, যা জীবনে শুভকামনা ও সমৃদ্ধি আগমনের এবং দুর্ভাগ্য তাড়ানোর ধারণার সাথে যুক্ত।
লুনার নিউ ইয়ার বা চন্দ্র নববর্ষ চীনে স্প্রিং ফেস্টিভাল, ভিয়েতনামে টেট এবং কোরিয়ায় সিওল্লাল নামে পরিচিত এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে প্রধান উৎসবগুলির মধ্যে একটি।