তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, শনিবার (১ ফেব্রুয়ারি) গুলশান মোড় অবরোধ করে স্থবির পরিস্থিতি সৃষ্টি করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নামেন এই কলেজের শিক্ষার্থীরা, এই অবরোধকে 'বারাসাত ব্যারিকেড' নাম দিয়েছেন তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার দ্য ডেইলি স্টার লিখছে, "বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ কয়েকশ শিক্ষার্থী মিছিল বের করে মহাখালী রেলগেট এলাকার দিকে রওনা হন।"
শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে।”
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।
এর আগের দুদিন সাত দফা দাবি ছিল শিক্ষার্থীদের।
গুলশানে অবস্থান নেয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে উদ্ধৃত করে প্রথম আলো লিখেছে, "শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের সাত দফা দাবি এখন এক দফায় মিলিত হয়েছে, সেটা হচ্ছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে।"