১৫ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় জিম্মি থাকা তিন ব্যক্তিকে শনিবার মুক্ত করা হয়েছে, যার ফলে ১৯ জানুয়ারী ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে জঙ্গিদের দ্বারা মুক্তিপ্রাপ্ত বন্দীর সংখ্যা ১৮তে পৌঁছেছে ৷
মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক কিথ সিগেল (৬৫)। তিনি নর্থ ক্যারোলাইনার চ্যাপেল হিলের বাসিন্দা। তাকে তার স্ত্রী আভিভা সিগেলসহ কিব্বুটজ কাফার আজা থেকে জিম্মি করা হয়েছিল। ২০২৩ সালের নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় আভিভা সিগেলকে মুক্তি দেয়া হয়।
ছবিতে কিথ সিগেলকে ইসরায়েলি পতাকায় আবৃত দেখা যাচ্ছে। মুক্তি পাওয়ার পর তাকে ইসরায়েলের তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১ ফেব্রুয়ারী, ২০২৫।
যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে, ইসরায়েলের হাতে বন্দী প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে গাজার মোট ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
(এপি)
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।