অ্যাকসেসিবিলিটি লিংক

লেগো বোটানিক্যাল গার্ডেন

লেগো গ্রুপের জন্য ছবি বিতরণ করা হয়েছে—ভ্যালেন্টাইন দিবস উপলক্ষ্যে লেগো গ্রুপ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার পার্কে লেগো বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে সব ধরনের সম্পর্ক ও যোগসূত্রকে উদযাপন করছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, নিউইয়র্ক সিটি, ন্যাশভিলে ও আটলান্টায় নানা ‘পপ-আপে’র অভিজ্ঞতা লাভ করতে পারবেন উপভোক্তারা।

লেগো বোটানিক্যাল সংগ্রহে রয়েছে তিনটি অনন্য উদ্যান ও একটি ফুলের ট্রাক; ব্যক্তিগত সম্পর্কসূত্র ও যোগাযোগকে উস্কে দিতে প্রতিটিতে থাকছে নানা মননশীল বিষয়। বন্ধু, পরিবারের সদস্য বা প্রেমাস্পদের সঙ্গে উদযাপন করা হোক না কেন, অংশগ্রহণকারীর নিজস্ব পুস্পস্তবক তৈরির এবং তাদের জীবনে বিশেষ ব্যক্তিদের সঙ্গ ও সান্নিধ্য লাভের সুযোগ পাবেন। (এপি)


XS
SM
MD
LG