অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনের লা এনদিয়াব্লাদা উৎসব


স্পেনের লা এনদিয়াব্লাদা উৎসব
please wait

No media source currently available

0:00 0:00:36 0:00

প্রতি বছর ২ ফেব্রুয়ারিতে স্পেনের ছোট্ট গ্রাম আলমোনাসিদ দেল মারকুইসাদোতে স্থানীয় বাসিন্দারা ‘ভার্জিন অফ ক্যানদেলারিয়া’র ভোজ উদযাপন করেন। ধর্মবিশ্বাস ও ঐতিহ্যের ঝলমলে প্রদর্শনীতে রাস্তায় নেমে পড়েন “ডেভিল” ও নৃত্যশিল্পীরা।

অন্তত মধ্যযুগ থেকে এই শহর ২-৩ ফেব্রুয়ারিতে “এনিদাব্লাদা” (ডেভিলদের ভ্রাতৃত্ব) উৎসব উদযাপন করে আসছে।

এই উৎসবের সময় শহরটির পুরুষরা শয়তানের মতো চরিত্রদের রূপ ধরতে সাজসজ্জা করেন। বর্ণময় জাম্পস্যুট ও লাল মাইটর টুপি পরেন তারা।

তাদের কোমরের চারধারে বিশাল ও ভারী তামার গরু-ঘন্টি থাকে; শহরের অলিগলির মধ্য দিয়ে তারা যখন হাঁটে, নাচে ও লাফায় তখন এগুলি লাগাতার বাজতে থাকে। তারা গোরস্থানেও যায়।

এই গ্রামে জন্মগ্রহণ করা বা গ্রামবাসীদের বংশোদ্ভূত পুরুষদেরকেই কেবলমাত্র “ডেভিল” হওয়া এবং লা এনদিয়াব্লাদায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়।

ছোট ছেলেরা তাদের পিঠে গরুর ছোট ঘন্টা ঝুলিয়ে এই উৎসবে সামিল হয়; প্রজন্মের পর প্রজন্ম ধরে যাতে এই ঐতিহ্য প্রবহমান থাকে তা নিশ্চিত করা হয় এইভাবে।

XS
SM
MD
LG