যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সোমবার কানাডা এবং মেক্সিকোর নেতাদের সাথে আলোচনার পরিকল্পনা করেছেন। এর আগে তিনি ঐ দুই দেশ এবং চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। জবাবে ঐ দেশগুলো পালটা শুল্ক আরোপের ঘোষণা দেয়। ট্রাম্প বলেন, ঐ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ভাল হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করার কথা। ট্রাম্প গত মাসে প্রেসিডেন্ট পদে শপথ নেবার পর নেতানিয়াহু প্রথম বিদেশী নেতা যিনি তার সাথে সাক্ষাৎ করবেন।
রবিবার গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সংগীত শিল্পী বিয়ন্সে তার কেরিয়ারে প্রথমবারের মত অ্যালবাম অফ দ্য ইয়ার পুরষ্কার জিতেছেন। ঐ অ্যালবামের নাম কাউবয় কার্টার। র্যাপার কেন্ড্রিক লামার 'নট লাইক আস' এর মাধ্যমে বছরের সেরা রেকর্ড এবং সেরা গানের পুরষ্কার জেতেন।