গত বছরের সরকার-বিরোধী আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সোমবার ভোরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে প্রায় শতাধিক মানুষ বিক্ষোভ করে। ৩ ফেব্রুয়ারি, ২০২৫।
রবিবার মধ্যরাতের পর থেকেই বিক্ষোভকারীরা মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের কাছে জড়ো হতে শুরু করে। কিছু বিক্ষোভকারী পুলিশ ব্যারিকেড ভেঙে প্রবেশ করে, অন্যরা রাস্তার ওপর শুয়ে পড়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের আশ্বাস দেন যে, অন্তর্বর্তী সরকার তাদের দাবি খতিয়ে দেখবে।
জুলাই ও আগস্টের কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভে শত শত মানুষ নিহত ও হাজারো আহত হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।