অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে নিম্নগতি


টোকিওতে একটি সিকিউরিটিজ ফার্মে জাপানের নিক্কেই সূচক দেখানো একটি ইলেক্ট্রনিক স্টক বোর্ডের সামনে লোকজন হাঁটছে। ৩ ফেব্রুয়ারি, ২০২৫।
টোকিওতে একটি সিকিউরিটিজ ফার্মে জাপানের নিক্কেই সূচক দেখানো একটি ইলেক্ট্রনিক স্টক বোর্ডের সামনে লোকজন হাঁটছে। ৩ ফেব্রুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরোপিত নতুন শুল্ক নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে সোমবার এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে পতন ঘটেছে। ট্রাম্প চীন, মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ব্রিটেনের এফটিএসই-র সূচক নেমেছে প্রায় ১ দশমিক ২৫ শতাংশ, জার্মানির ডিএএক্স এবং ফ্রান্সের সিএসি৪০-র সূচক কমেছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ।

জাপানের নিক্কেই সূচক কমেছে ২ দশমিক ৬৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ।

হংকং-এর হ্যাং সেং সূচক প্রারম্ভিক লেনদেনে ২ শতাংশের বেশি হ্রাস পাওয়ার পর দিনের শেষে সূচক দশমিক শূন্য সাত শতাংশে পৌঁছায়।

সোমবার এই বাজারগুলো খোলার আগে যুক্তরাষ্ট্রের স্টক নিম্নমুখী ছিল।

শনিবার ট্রাম্প কানাডিয়ান ও মেক্সিকান পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর নিজস্ব শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। চীন অনির্দিষ্ট ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

চীন, মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বাণিজ্যিক অংশীদার।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG