অ্যাকসেসিবিলিটি লিংক

ইলন মাস্কঃ ট্রাম্প ইউএসএআইডি বন্ধ করে দিতে রাজি


যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) সদর দফতর। ওয়াশিংটন। ফাইল ফটোঃ ১ এপ্রিল, ২০১৪।
যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) সদর দফতর। ওয়াশিংটন। ফাইল ফটোঃ ১ এপ্রিল, ২০১৪।

ধনকুবের ইলন মাস্ক সোমবার সকালে বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ইউএসএআইডি নিয়ে কথা বলেছেন এবং “তিনি সম্মত হয়েছেন যে আমাদের এটা বন্ধ করে দেওয়া উচিত।”

মাস্ক সোমবার সকালে এক্স স্পেসেসের লাইভ অধিবেশনে বলেছেন, “আমাদের হাতে যেটা রয়েছে সেটা শুধুমাত্র একটা পোকা ভর্তি গোলক। গোটা বিষয় থেকে মূলত মুক্ত হতে হবে। এটা সংস্কারের অযোগ্য।”

তিনি বলেন, “আমরা এটা বন্ধ করে দিচ্ছি।”

ট্রাম্প প্রশাসন সপ্তাহান্ত চলাকালে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে; এই ভবনের নির্দিষ্ট সুরক্ষিত অংশে প্রবেশ করা থেকে বিলিয়নেয়ার ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রতিনিধিদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তারা এবং তারপরই তাদের এই পদচ্যুতি। রবিবার তিনটি সূত্র এমনটাই জানিয়েছেন।

এই সংস্থার লেজিসলেটিভ ও পাবলিক অ্যাফেয়ার্স ব্যুরোর প্রায় ৩০ জন পাকা কর্মী রাতারাতি তাদের ই-মেইল ব্যবহারের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন অন্তত পাঁচটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র সিনেট ডেমোক্র্যাটিক সহযোগী বলেছেন, “ডিওজিই এই ভবনকে ব্যবহার করেছে গতকাল।” ইউএআইডি-র নিরাপত্তা কর্মকর্তারা নিরাপত্তাগত ছাড়পত্র ছাড়া ডিওজিই কর্মকর্তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।

এই সহযোগী বলেছেন, “ফেডারেল মার্শাল পরিষেবা তাদের (নিরাপত্তা কর্মকর্তা) বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে হুমকি দেওয়া হয়েছে।” এই ঘটনার পর ইউএসএআইডি-র নিরাপত্তা বিষয়ক পরিচালক জন ভুরহিস ও তার ডেপুটিকে তাদের পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

ইউএসএআইডির অভ্যন্তরে নানা রদবদল চলেছে এক সপ্তাহের বেশি সময় ধরে এবং তারপরই এই শুদ্ধিকরণ। ওয়াশিংটনের এই প্রাথমিক সংস্থা গোটা বিশ্বে কোটি কোটি ডলার মূল্যের জীবনদায়ী ত্রাণ সরবরাহের জন্য অর্থ দেয়। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সকল বিদেশি সহায়তা বন্ধের নির্দেশ দিয়ে বলেছেন, তার “আমেরিকা ফার্স্ট” বিদেশ নীতি মেনে অর্থ বন্টন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে তার প্রশাসন ব্যয়ের বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।

ডিওজিই গোষ্ঠীর সদস্যদের বেশ কয়েকটি সুরক্ষিত পরিসরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে; এর মধ্যে রয়েছে নিরাপত্তা দফতর ও সংস্থাটির নির্বাহী সেক্রেটারিয়েট।

ওই পরিসরগুলিতে ডিওজিই-র কর্মকর্তারা কী কী তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তার কোনও রেকর্ড নেই, তবে যে দফতরগুলিকে তারা ব্যবহার করেছেন তার মধ্যে রয়েছে অনেক গোপন নথি এবং ইউএসএআইডি-তে কর্মরত আমেরিকানদের ব্যক্তিগত তথ্য। একাধিক সূত্র মারফত এমনটাই জানা গেছে।

ট্রাম্প প্রশাসন কর্তৃক চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত ম্যাট হপসন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র। হপসনকে নিয়ে মন্তব্য করতে অনুরোধ করা হলেও ইউএসএআইডি কোনও জবাব দেয়নি।

ইউএসএআইডি ও ডিওজিই কর্মকর্তাদের মধ্যে এই ঘটনার বিষয়টি প্রথম জানিয়েছিল সিএনএন।

XS
SM
MD
LG