অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও এল সালভাদরে পৌঁছেছেন

এল সালভাদরের পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দ্রা হিল তিনোকো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সে দেশের সান লুই তালপার আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন। ৩ ফেব্রুয়ারি, ২০২৫।

মার্কো রুবিও সোমবার এল সালভাদরে অবতরণ করেন। সে দেশের নেতার সঙ্গে অভিবাসন বিষয়ে সমন্বয় সাধন করাই রুবিও-র লক্ষ্য। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মিত্র বলে নিজেকে দাবি করেন এই নেতা।

প্রেসিডেন্ট নাইব বুকেলে নিজের দেশে অপরাধ দমন করে জনপ্রিয়তা লাভ করেছেন এবং ট্রাম্পের মিত্রদের অনেকের কাছে এ জন্য তিনি নায়কের মর্যাদাও অর্জন করেছেন। তবে, অধিকার গোষ্ঠীগুলি তাকে সমালোচনা করে থাকে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে প্রথম সফরের দ্বিতীয় গন্তব্যে রুবিও বুকেলের সঙ্গে আলোচনা করবেন যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের এল সালভাদর নিতে পারবে কিনা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফর শেষে এল সালভাদরে পৌঁছেছেন। পানামা খালের উপর চীনের প্রভাব-প্রতিপত্তি কমাতে অবিলম্বে রদবদল না ঘটালে পদক্ষেপ নেওয়া হবে বলে পানামাকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


XS
SM
MD
LG