অ্যাকসেসিবিলিটি লিংক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় আটক চার


আওয়ামী লীগ
আওয়ামী লীগ

আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চারজনকে গ্রেপ্তার করেছে বন্দর পুলিশ, আটকরা স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী বলছে স্থানীয় গণমাধ্যম।

সোমবার দিবাগত রাত ১২টার পর তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকার দৈনিক প্রথম আলো বলছে, আটক ব্যক্তিরা হলেন কদমরসুল পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া, তার সহযোগী সাইফুল ইসলাম ও ফারুক হোসেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে 'অবৈধ ও অসাংবিধানিক' আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুই দিন বন্দর উপজেলা কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে আটকের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভয়েস অফ আমেরিকাকে বলেন, "দেশের মানুষের প্রত্যাশী অনুযায়ি কিছু দাবি-দাওয়া রয়েছে। যেমন- দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন পুনপ্রতিষ্ঠা, দেশের মানুষের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রতি ফিরে পাওয়া এবং এই ‘অবৈধ্য দখলদার ইউনূস সরকারের’ হাত থেকে রক্ষা পাওয়া। সেই কর্মসূচি প্রচারে লিফলেট দলীয় ইশতেহারের মতো সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে আমাদের দলের নেতাকর্মীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পৌঁছে দিচ্ছেন।"

আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ
আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ

তিনি আরও বলেন, "কিন্তু তারা (সরকার) ঘোষণা দিয়ে সেই কর্মীদের গ্রেপ্তার করছে। সরকারের মুখপাত্র নামে তথাকথিত প্রেস সচিব ঘোষণা দিয়ে ও নির্দেশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে। নিষিদ্ধ দল না হওয়ার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকান্ড করতে দেওয়া হচ্ছে না। যা সম্পূর্ণ বে-আইনী, অগণতান্ত্রিক।"

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন।"

আওয়ামী লীগের লিফলেট বিতরণ নজরদারিতে রাখছেন বলে জানিয়ে তিনি বলেন, "এগুলো আমরা দেখছি। আমাদের কড়া বার্তা, যারা এসব লিফলেট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে।"

রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 'গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির' জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না।

আওয়ামী লীগের ফেসবুক পেজে নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে ১ থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

XS
SM
MD
LG