অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও কোস্টা রিকার প্রেসিডেন্ট চাভেসের সঙ্গে সান হোসেতে সাক্ষাৎ করেছেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সান হোসেতে কোস্টা রিকার প্রেসিডেন্ট রড্রিগো চাভেসের সঙ্গে তার প্রেসিডেন্সিয়াল বাসভবনে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫।

অভিবাসন ও মাদক পাচারের মতো বিষয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কোস্টা রিকার সহায়তার প্রবাহ নিশ্চিত করতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন রুবিও।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে নিয়োগ পাওয়ার পর রুবিওর প্রথম বিদেশ সফরের তৃতীয় গন্তব্য কোস্টা রিকা।

তিনি দীর্ঘদিনের চীন বিরোধী এবং এই অঞ্চলে বেইজিংয়ের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছেন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের ফেরত পাঠানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন কমিয়ে আনার প্রচেষ্টাও রয়েছে তার আলোচনার তালিকায়।


XS
SM
MD
LG