ছবিতে দেখা যাচ্ছে, সুইডেনের ওরেব্রোতে বন্দুক হামলার পর, ক্যাম্পাস রিসবার্গস্কা নামক প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা কেন্দ্রে জরুরি কর্মী এবং পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি মোকাবিলা করছেন। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫।
হামলার পরপরই সুইডিশ পুলিশ ওরেব্রো শহরে অবস্থিত স্কুলটির আশপাশের এলাকা ঘেরাও করে ফেলে।
ওরেব্রো রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পশ্চিমে অবস্থিত।
বন্দুক হামলা ওরেব্রোর একটি ক্যাম্পাস এলাকায় ঘটে, যেখানে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্যও কয়েকটি স্কুল অবস্থিত।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বন্দুক হামলায় প্রায় ১০ জন নিহত হয়েছে।
পুলিশ আহতদের সংখ্যা সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি কারণ আহতদের সংখ্যা অনেক বেশি।
সুইডেনের প্রধানমন্ত্রী এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করেছেন।
স্থানীয় পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলাকারীও নিহতদের মধ্যে রয়েছেন এবং স্কুলে অন্যান্য সম্ভাব্য হতাহতের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।
তবে হামলাকারীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।