ইসরায়েলের সামরিক বাহিনী বলছে যে তাদের বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একজন বন্দুকধারীকে হত্যা করেছে যে কীনা সৈন্যদের উপর গুলি চালিয়েছিল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে যে তায়াসির গ্রামের একটি তল্লাশি চৌকিতে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ বলছে এতে দু জন সৈন্যসহ অন্তত ছয় জন আহত হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি সামরিক বাহিনী ওই অঞ্চলে , বিশেষত জেনিনের আশেপাশে, অভিযান চালাচ্ছে। তারা বলছে এই অভিযানের লক্ষ্য হচ্ছে সন্ত্রাসবাদ দমন করা।
রবিবার সামরিক বাহিনী জানায় দু সপ্তাহ আগে এই অভিযান শুরু করার পর থেকে তারা অন্তত ৫০ জন জঙ্গিকে হত্যা করেছে। তবে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেন বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ৭০ জনকে হত্যা করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ওই সময়ে ইসরায়েলি সৈন্য ও বসতিস্থাপনকারীরা ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে । আবার ইসরায়েল বলছে ফিলিস্তিনি আক্রমণে অন্তত ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে পাওয়া।