ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একইসঙ্গে বাড়ির প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা।
বুধবার (৫ জানুয়ারি) রাত আটটার দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার এই বাড়ির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
রাত ১২ টা শেষ খবর পাওয়া পর্যন্ত, ধানমন্ডির-৩২ নাম্বার বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাত পৌনে ১১টার দিকে সেখানে বড় একটি ক্রেন এবং স্কেভেটর আনা হয়েছে এবং ভাঙ্গার কাজ চলছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেন, “ধানমন্ডির-৩২ নাম্বার বাড়িতে বিক্ষুব্ধ একদল লোক ভাঙচুর ও আগুন দিয়েছে। তবে, তারা কখন এটি করেছে তার সঠিক সময়টি আমি বলতে পারবো না।"
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক ফেইজে ৫ আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আর এই ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ”বুলডোজার মিছিলের” কর্মসূচির ডাক দেয় “২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা”।