অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রেন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ধানমণ্ডি ৩২

ভাঙচুর, অগ্নিসংযোগের পর এবার ক্রেন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি (বঙ্গবন্ধু জাদুঘর)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮ টার দিকে বঙ্গবন্ধু জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষভকারীরা। এরপর রাত ১২ টার দিকে প্রথমে একটি ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙা শুরু করা হয়। রাত ২ টার দিকে একটি বুলডোজার নিয়ে আসা হয়।

স্থানীয় সময় রাত আড়াইটায় সেখানে উপস্থিত সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ভয়েস অফ আমেরিকাকে বলেন, “প্রথমে ধানমন্ডির-৩২ নম্বরের ৩ তলা বিশিষ্ট বাড়িটি একটি ক্রেন ও এক্সকেভেটর দিয়ে ভাঙা শুরু হয়। পরে রাত ২ টার পরে ভাঙ্গার জন্য আরও দুইটি বুলডোজার নিয়ে আসা হয়।”

তিনি আরও বলেন, “রাত আড়াইটার দিকে ছাদ ধসিয়ে দিয়ে একটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন পাশের আরেকটি ভবনও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বলা যেতে পারে বাড়িটির চিহ্ন মুছে ফেলা হচ্ছে একেবারেই।”

স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে ধানমন্ডির-৩২ নম্বরের (বঙ্গবন্ধু জাদুঘর) বাড়ির সামনে কর্মরত ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ভয়েস অফ আমেরিকাকে জানান, “রাত ১২টার দিকে একটি ক্রেন দিয়ে ধানমন্ডির-৩২ নাম্বার বাড়িটি ভাঙা শুরু হয়। বাড়িটির সামনের দিক ভাঙ্গা হয়ে গেছে। এখনও ভাঙার কাজ চলমান আছে।“

আরেক স্থানীয় সাংবাদিক রাকিবুল হাসান ভয়েস অফ আমেরিকাকে বলেন, “বাড়িটি ভাঙার কাজ শুরু হওয়ার পর মাঝখানে জ্বালানি তেলের সমস্যার কারণে ১০-১৫ মিনিট বন্ধ ছিল। ইতিমধ্যে বাড়িটির এক-তৃতীয়াংশ ভাঙ্গা হয়ে গেছে। এখন ভাঙ্গা চলছে।”

রাত ২ টা ৪১ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় সেখানে উপস্থিত তিনজন স্থানীয় সাংবাদিক ভয়েস অফ আমেরিকাকে জানান, কয়েক হাজার মানুষ এখনও ধানমন্ডির-৩২ নম্বরের বাড়ির সামনে উপস্থিত রয়েছেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিসহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ চলমান রয়েছে।


XS
SM
MD
LG